Home Second Lead করোনা আক্রান্ত নিলুফার মঞ্জুর মারা গেছেন

করোনা আক্রান্ত নিলুফার মঞ্জুর মারা গেছেন

অধ্যক্ষ নিলুফার মঞ্জুর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: রাজধানীর সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর আর নেই। ( ইন্নালিল্লাহি ……….রাজিউন )।

করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোররাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি  দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী এবং মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি নাসিম মঞ্জুরের মা।

নিলুফারের স্বামী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।