Home First Lead নমুনা পরীক্ষা শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

নমুনা পরীক্ষা শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার উদ্বোধন করা হবে ল্যাব।

বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের গবেষণাগারকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবেবৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ ব্যাপারে অনুমতি দেয়া হয়েছে।

পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটস লজিস্টিক সরবরাহ কর হবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। কভিড১৯ পরীক্ষার সমন্বিত ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাব কল সেন্টার এবং ডিএইচআইএস তে প্রেরণ করতে হবে

বিশ্ববিদ্যালয় প্রশাসনিক সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য বায়োসেইফটি লেভেল মানের ল্যাব প্রস্তুত করা হয়েছে। এখানে দিনে ৩০০ থেকে ৪০০ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।