Home Third Lead রোগী ভর্তি না করলে কঠোর ব্যবস্থা : সিএমপি

রোগী ভর্তি না করলে কঠোর ব্যবস্থা : সিএমপি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি না নিলে  মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ব্যবস্থা নেবে।

চিকিৎসা না পেয়ে রোগী মারা যাওয়া অথবা চিকিৎসা সেবায় অবহেলা সংক্রান্ত অভিযোগ সরাসরি পুলিশকে জানাতে হটলাইন চালু করেছে সিএমপি।

শনিবার সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

ভুক্তভোগীরা সিএমপির হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ দিতে পারবে।

সিএমপির হটলাইন নম্বর হচ্ছে: ০১৪০০৪০০৪০০ ও  ০১৮৮০৮০৮০৮০।

অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক এ প্রসঙ্গে গণমাধ্যমেকে বলেছেন, করোনা প্রার্দুভাবের এ সময়ে হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু  অমানবিক। এসব হয়রানি এবং অবহেলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বেসরকারি বিভিন্ন হাসপাতাল ঘুরে অনেকে চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। নগরীতে চিকিৎসা না পেয়ে কেউ মারা গেলে অথবা রোগীর চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করলে তথ্য-প্রমাণসহ আমাদের জানালেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।