জনদুর্ভোগলাঘবেজনতারঐক্যচাইশীর্ষকনাগরিকউদ্যোগেরপ্রধানউপদেষ্টাও চট্টগ্রামমহানগরআওয়ামীলীগেরসহ–সভাপতিখোরশেদআলমসুজন বুধবার এক বিবৃতিতে বলেছেন যে বর্তমানে করোনাভাইরাস কেন্দ্রিক পরিস্থিতিতে রোগীরা অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করছে। সাধারণ জ্বর কাঁশি উপসর্গের রোগীরাও সামান্য চিকিৎসা সেবা না পাওয়ার ফলে মৃত্যু মুখে পতিত হচ্ছে। আর এ ক্ষেত্রে রোগীর জন্য অত্যাবশ্যকীয় উপাদান পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। অথচ সেই কাঙ্খিত অক্সিজেন পাওয়া যাচ্ছে না কোথাও। হাসপাতালগুলোতেও কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা না থাকায় রোগীরা ভোগান্তিতে পড়েছে অনেকাংশে। এ অবস্থায় রোগীর জীবন বাঁচাতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের উপর গুরুত্ব আরোপ করেন ।
আরো বলেন একদিকে বেসরকারি হাসপাতালগুলো রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিচ্ছে না, অন্যদিকে জীবন রক্ষাকারী অক্সিজেনসহ সাধারণ রোগীর জ্বরের চিকিৎসায় ব্যবহৃত ঔষধপত্রও পাওয়া যাচ্ছে না ঔষধের দোকানগুলোতে।
অক্সিজেন সরবরাহ প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অক্সিজেন সিলিন্ডার বিক্রির উদ্যোগ গ্রহণ করার আহবান জানান তিনি।