Home Second Lead নমুনা পরীক্ষায় বিজিএমইএ’র পিসিআর ল্যাব গাজীপুরে

নমুনা পরীক্ষায় বিজিএমইএ’র পিসিআর ল্যাব গাজীপুরে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ তাদের  শ্রমিকদের করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষায় গাজীপুরে পিসিআর ল্যাব স্থাপন করেছে।

গাজীপুরের চন্দ্রায় স্থাপিত এই ল্যাব বিশ্বের অন্যতম সর্বাধুনিক।প্রতি শিফটে ১৮০টি নমুনা পরীক্ষা করা যাবে। আর এতে কাজ করবেন ১৬ জন স্টাফ। তবে প্রয়োজন অনুযায়ী শিফট ও মেশিন সংখ্যা বাড়ানো হবে।

এই ল্যাব কভিড-১৯ টেস্টের ফল ‘১০০ ভাগ’ সঠিক বলেও জানানো হয়।

পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে এখন পর্যন্ত ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২০২ জন পুরুষ, ৬২ জন নারী।