আমেরিকায় বিক্ষোভ দমন করতে সেনাবাহিনী নামানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভকারীদের সমর্থন জানালেন ট্রাম্পেরই মেয়ে। তাঁর নাম টিফানি ট্রাম্প। তিনি প্রেসিডেন্টের ছোট মেয়ে। আইনের স্নাতক।
কিছুদিন আগে বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সামনে চলে আসে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের হটিয়ে দেয়। তারপর ট্রাম্প যান নিকটবর্তী এক গির্জায়। বিক্ষোভে আগেরদিন গির্জাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাদের সমর্থনে পোস্ট করেন টিফানি।
২৬ বছর বয়সী ট্রাম্প কন্যা ইনস্টাগ্রাম ও টুইটারে লিখেছেন, ‘একা থাকলে আমরা কিছুই আদায় করতে পারব না। ঐক্যবদ্ধ হলে আমাদের দাবি সকলে মানতে বাধ্য হবে।’ টিফানি হ্যাশট্যাগ দিয়েছেন, ‘ব্ল্যাক টুইসডে’ এবং ‘জাস্টিস ফর জর্জ ফ্লয়েড’।
আন্দোলনে সমর্থন জানানোর জন্য অনেকেই টিফানির প্রশংসা করেছেন। নিন্দাও করেছেন অনেকে। টিফানি হলেন ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের সন্তান। ম্যাপলসও আন্দোলনে সমর্থন জানিয়েছেন।