Home First Lead সিলেটে ‘কফিন মিছিল ‘

সিলেটে ‘কফিন মিছিল ‘

কফিন নিয়ে মিছিল
  • হাসপাতাল মালিকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: হাসপাতাল-ক্লিনিকে রোগী ভর্তি না করায় একের পর এক রোগী মারা যাচ্ছে বিনা চিকিৎসায় । এর প্রতিবাদে কফিন হাতে সিলেট নগরীতে শনিবার চৌহাট্টা পয়েন্টে  মিছিল ও সমাবেশ  হয়েছে।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসা না দিয়ে রোগীর মৃত্যু হত্যার শামিল। ক্লিনিক-হাসপাতাল রোগীর ভরসার আশ্রয়স্থল। এ সব প্রতিষ্ঠান শুধু হুজুগি গলাকাটা, কসাইখানা হতে পারে না। বিনা চিকিৎসায় মারা যাওয়া এক রোগীর পরিবারের সদস্য ইমতিয়াজ হোসেন আরাফাত বলেন, পূণ্যভূমি সিলেটে আমরা চাচির মতো আর কারো মৃত্যু দেখতে চাই না।

সমাবেশে সভাপতির বক্তব্যে পাবলিক ভয়েসের চেয়ারম্যান  মিফতাহ সিদ্দিকী বলেন, চিকিৎসার অভাবে মানুষের মৃত্যু  সিলেটবাসী আর বরদাশত করবেনা । যদি সিলেটে  আর এ ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা হাসপাতাল মালিকদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন  গড়ে তুলবো।

বলেন, চিকিৎসা পাওয়া নাগরিক অধিকার। কিন্তু করোনার সময়ে হাসপাতালে ঘুরেও রোগীরা চিকিৎসা পাচ্ছে না। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষ গেইট পর্যন্ত খুলেনি। এ কারনে আমরা সামাজিক সংগঠনের পক্ষ থেকে ‘প্রতিকী কফিন’ মিছিল করেছি।  এখন থেকে আমরা সতর্ক থাকবো।  যে হাসপাতাল রোগী ভর্তি করবে না, কিংবা চিকিৎসা সেবা বঞ্চিত করবে আমরা সেখানে গিয়ে অবস্থান করবো। তিনি বলেন- সিলেটে ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে যে কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে সেগুলো অমানবিক।

আবু সালেহ মো. তাহেরের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- এমদাদুল হক স্বপন, মাসুক আহমদ, দুলাল আহমদ, ক্ষ্যাপা ফয়েজ আহমদ বেলাল, সৈয়দ আমির আলী, হাসান আহমদ, মইনুল আহমদ, সুয়েব আহমদ, আব্দুল হাসিব, নির্ঝর রায়, মুন্না ঘোষ, আজিজ খান সজিব, মাজহারুল ইসলাম মোর্শেদ, কামরুল হাসান চৌধুরী তুহিন, রুবেল ইসলাম, ইবনে জাহান তানভীর, আবু বকর সিদ্দিক, রুমেল আহমদ সুমন, রনি পাল, প্রদিপ পাল, সামাদ আহমদ সাজু, পান্না ঘোষ, বাইন উদ্দিন, ইমন আহমদ, সাদ্দাম হোসেন লিটু, সাদ্দাম আহমদ, সুহেল আহমদ, শেখ আরমান আহমদ।