বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনাভাইরাস পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরের বার্থিং সভা হবে সীমিত পরিসরে সপ্তাহে একদিন। আর সেখানে জানিয়ে দেয়া হবে এক সপ্তাহের জাহাজ ভিড়ার সূচি।
গত ৪ জুনের বার্থিং সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে সপ্তাহে একবার বার্থিং সভা করার ব্যাপারে। তাতে কন্টেইনার, জিআই এবং ট্যাংকার জাহাজ অপারেশনের সাথে জড়িত এজেন্সির ৬ প্রতিনিধি উপস্থিত থাকবেন।
সপ্তাহের প্রতি কার্যদিবসে বার্থিং সভা হতো। সেখানে উপস্থিত থাকতেন বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এজেন্সির প্রতিনিধি। কোন্ কোন্ জাহাজ ভিড়বে সে কর্মসূচি দেয়া হতো। ২৯ মার্চের পর থেকে প্রতিদিন আর সভা হয়নি। এপ্রিলের প্রথম সপ্তাহে দু’দিন হয়েছে বার্থিং সভা। তারপর থেকে হয়েছে সপ্তাহে একবার। অর্থাৎ এক সপ্তাহের বার্থিং সূচি একসাথে জানিয়ে দেয়া হয়। শিপিং এজেন্টরা অনলাইনে জানিয়ে দেন তাদের জাহাজের যাবতীয় তথ্য। আর বার্থিং সভায় পরবর্তী এক সপ্তাহে কোন কোন জাহাজ ভিড়বে সে কর্মসূচি দেয়া হয়।
যখন প্রতিদিন হতো তখন প্রতিদিন বার্থ বা জেটি খালি হতো, প্রতিদিন জাহাজ ভিড়তো।
এতদিন সপ্তাহে একবার হয়ে আসলেও ৪ জুন আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলো সপ্তাহে একদিন করার ব্যাপারে। সভায় কন্টেইনার শিপিং এজেন্সির ৩ প্রতিনিধি-সী কন্সোর্টিয়ামের সাইফুল ইসলাম তপু, মার্কস বাংলাদেশ-এর চন্দন বড়ুয়া এবং জিএসএল-এর কাজী শহীদ মাহমুদ উপস্থিত থাকবেন। এছাড়া, বাল্ক থেকে দু’জন এবং ট্যাংকার থেকে একজন করে প্রতিনিধি থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে।