Home Second Lead ‘সব ঠিক থাকলে রোগীরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন?

‘সব ঠিক থাকলে রোগীরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন?

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে মূমূর্ষ রোগীদের জন্য দেশের সরকারিবেসরকারি হাসপাতালে আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বেড ব্যবস্থাপনা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। 

ভিডিও কনফারেন্সের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উদ্দেশ্য করে হাইকোর্ট বলেন, ‘যদি সবকিছু ঠিকভাবে মনিটরিংই করা হয় তাহলে রোগীরা কেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে?’

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। করোনাজনিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ অক্সিজেন নিয়ে বিভিন্ন অভিযোগের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন আদালত। 

দেশের সব বেসরকারিহাসপাতালের আইসিইউ সরকারিভাবে অধিগ্রহণের নির্দেশনা চেয়ে রবিবার একটি রিট আবেদন হয়। আবেদনে করোনাভাইরাস মোকাবিলায় অনলাইনেসেন্ট্রাল বেড ব্যুরোচালুরও নির্দেশনা চাওয়া হয়, যাতে রোগী কিংবা তার স্বজনরা অনলাইনে কোন হাসপাতালে কত শয্যা খালি রয়েছে তা জানতে পারেন। সোমবার সংক্রান্ত শুনানিতে সারাদেশে মুমূর্ষু রোগীদের জন্য সরকারিবেসরকারি হাসপাতালে থাকা আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বেডের সংখ্যা, এগুলো কিভাবে বণ্টন হয় এবং বিষয়ে কেন্দ্রীয় তদারকি ব্যবস্থার বিষয়ে বুধবারের মধ্যে জানতে চায় হাইকোর্ট। ছাড়া করোনাভাইরাস সংক্রমণের ভয়ে সরকারিবেসরকারি বিভিন্ন হাসপাতালে রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগের বিষয়ে উষ্মা প্রকাশ করেন আদালত। 

এরই ধারাবাহিকতায় বুধবার শুনানি হয়। 

ভিডিও কনফারেন্সে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইয়াদিয়া জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার

অ্যাডভোকেট ইয়াদিয়া জামান  জানান, রাষ্ট্রপক্ষ জানিয়েছে, দেশের সরকারিবেসরকারি হাসপাতালে ৭৩৩টি আইসিইউ রয়েছে। এগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ১৭টি হাসপাতালে ২৩৫ আইসিইউ স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্থাপিত কন্ট্রোল রুমের মাধ্যমে আইসিইউ ব্যবস্থাপনা সম্পর্কিত কার্যক্রম ইতেমধ্যে চালু রয়েছে। এ ছাড়া বিভিন্ন পদক্ষেপ আদালতে তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিস্তারিত মনিটরিং করা হচ্ছে। 

ইয়াদিয়া জামান বলেন, ‘শুনানিতে বলেছি, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে রোগীরা হাসপাতাল ঘুরে হয়রানির শিকার হচ্ছেন। অনেকে আইসিইউ বেড পাচ্ছেন না। স্বাস্থ্যসেবা পেতে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বরে আমি নিজেও ফোন করেছি। কিন্তু চারটি নম্বরে ফোন করার পরও তা রিসিভ হয়নি। পঞ্চম নম্বরে কল দিলে তা রিসিভ হলেও রোগী ভর্তির জন্য কোনো আইসিইউ বেড খালি রয়েছে কি না এমন প্রশ্নে কোনো তথ্য না দিয়ে বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।’ 

তিনি বলেন, ‘হাইকোর্ট রাষ্ট্রপক্ষের প্রতিবেদন বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, ‘সবকিছু যদি ঠিকই থাকে, মনিটরিং করা হয় তাহলে রোগীরা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন? করোনায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অক্সিজেন নিয়েও বিভিন্ন অভিযোগের বিষয়টি উল্লেখ করেছেন আদালত।’ 

ইয়াদিয়া জামান জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অব্যস্থাপনা নিয়ে আরও দুটি রিট আবেদন রয়েছে। আদালতসবগুলো একসঙ্গে শুনানির জন্য আগামী ১৪ জুন দিন ধার্য রেখেছেন