ঢাকা: পপুলার মেডিকেল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০) মারা গেছেন। করোনায় আক্রান্ত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ আগে পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর রাজধানীর ধানমন্ডিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হৃদ্রোগের সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার এনজিওগ্রাম করানোর জন্য তাকে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে এরপর তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মারা যান।