Home First Lead করোনা মোকাবেলায় ১০ হাজার কোটি টাকা

করোনা মোকাবেলায় ১০ হাজার কোটি টাকা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনা ভাইরাস থেকে জীবন বাঁচাতে প্রস্তাবিত বাজেটে জরুরী চাহিদা মেটানোর জন্য থোক বরাদ্দ দেয়া হয়েছে ১০ হাজার কোটি টাকার।

এর বাইরে করোনা মোকাবেলায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় বর্তমানে হাজার ৫০০ কোটি টাকার বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া কোভিড১৯ মহামারী মোকাবেলায় জরুরী পদক্ষেপ হিসেবে ২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প দুটিতে ব্যয় করা হচ্ছে হাজার ৪৯৩ কোটি টাকা।

করোনা চিকিৎসায় দ্রুত সেবা নিশ্চিতে চলতি বাজেটে বরাদ্দ করা হয়েছে ৫২৯ কোটি টাকা। এছাড়া করোনার সময় দায়িত্বপালনকালে ভাইরাসে আক্রান্ত মৃত্যুজনিত কারণে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের ক্ষতিপূরণ প্রদান এবং চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স স্বাস্থ্যকর্মীদের সম্মানী বাবদ ৮৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেছেন, কোভিড মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বেড়েছে। কোভিড১৯ মোকাবেলায় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে জীবনকে আরও সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল প্রিপেয়ার্ডনেস এ্যান্ড রেসপন্স প্ল্যান প্রণয়ন করে তা বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে। এর বাইরে হাজার ডাক্তার, হাজার নার্স নিয়োগ প্রদান করা হয়েছে।

এছাড়া আউট সোর্সিংয়ের মাধ্যমে জরুরী ভিত্তিতে ৩৮৬ জন মেডিক্যাল টেকনোলজিস্ট, হাজার ৬৫৪ জন ল্যাব এটেন্ডেন্টস অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়া রাজস্ব খাতে ১২০০ মেডিক্যাল টেকনোলজিস্ট, ১৬৫০ জন মেডিক্যাল টেকনিশিয়ান এবং ১৫০ জন কার্ডিওগ্রাফার সর্বমোট হাজার নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদের বিপরীতেও বড় অঙ্কের বাজেট বরাদ্দ দিতে হবে। যে ব্যয়ের পরিমাণ প্রায় হাজার কোটি টাকা