Home বিনোদন স্বপ্নেরা রয়ে গেছে, স্বপ্ন দেখার মালিক চিরঘুমে

স্বপ্নেরা রয়ে গেছে, স্বপ্ন দেখার মালিক চিরঘুমে

বিজনেসটুডে২৪ ডেস্ক

বেশি দিন আগে নয়, মাত্র মাস নয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন তরুণ অভিনেতা। লাইক-কমেন্টে ভরে গিয়েছিল সে পোস্ট। কত মানুষ তাতে কত কথা বলেছিলেন! সে পোস্টে ছিল, জীবনের ৫০টি স্বপ্নের তালিকা। যা যা করার ইচ্ছা রয়েছে তাঁর, তাই তাই তালিকা করে সাজিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।

স্বপ্নের মালিক চিরঘুমের দেশে চলে গেলেন কাল সকালে। নিজের হাতে শেষ করে দিলেন নিজেকে, শেষ করে দিলেন সমস্ত স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনাদের। সেই স্বপ্নের তালিকায় এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। সেই সঙ্গে বাড়ছে সকলের আফশোস! এত স্বপ্ন বুকে নিয়ে মানুষটা চলে গেলেন!

ঠিক কী কী স্বপ্ন ছিল সুশান্তের? প্লেন ওড়াতে চাইতেন সুশান্ত, আইরন ম্যান ট্রিল্যাথনের জন্য প্রশিক্ষণ নিতে চেয়েছিলেন, বাঁ-হাতে ক্রিকেট টুর্নামেন্ট খেলতে চেয়েছিলেন, ট্রেনে করে গোটা ইউরোপ ঘুরতে চেয়েছিলেন, ১০০ পড়ুয়াকে নাসার ওয়ার্কশপে পাঠাতে চেয়েছিলেন। সুশান্ত নিজে অ্যাস্ট্রোনট হতে চাইতেন, তাঁর একটি টেলিস্কোপও আছে। তাই দিয়ে তারা দেখতেন তিনি।

 

সুশান্ত চেয়েছিলেন নারী সনির্ভরতার কোনও কাজ করতে, মেয়েদের সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ দিতেও চেয়েছিলেন। ছোটদের নাচ শেখাতে চেয়েছিলেন। মার্শাল আর্টসে রীতিমতো ডিগ্রী রয়েছে সুশান্তের। ওয়েস্টার্ন ডান্স (সালসা) নিয়েও ট্রেনিং নিয়েছেন তিনি। সেগুলোই কাজে লাগাতে চেয়েছিলেন। আর চেয়েছিলেন কোনও এক বিশ্বচ্যাম্পিয়ানের সঙ্গে দাবা খেলতে। একটা ল্যাম্বর্গিনি গাড়িও কিনতে চেয়েছিলেন। ইচ্ছে ছিল গিটার শেখার, জ্বলন্ত আগ্নেয়গিরির ছবি তোলার।

যে মানুষটি এত স্বপ্ন দেখেছিলেন এবং লিখে রেখেছিলেন মাত্র ৯ মাস আগে, তিনি কীভাবে নিজের হাতে সব শেষ করে দিতে পারেন! এই প্রশ্নই কুরে কুরে খাচ্ছে নেটিজেনদের। এই তালিকায় থাকা কোন কোন স্বপ্নগুলো সুশান্ত পূরণ করতে পারতেন? কোনগুলোই বা থেকে যেত তাঁর অধরা! এই উত্তর আর কখনও মিলবে না