- ১৪ প্রবেশ পথ বন্ধ
- শিল্পনগরী সাগরিকা আওতামুক্ত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আর কয়েক ঘণ্টা পর থেকে নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডে শুরু হচ্ছে ২১ দিনের কড়া লকডাউন।
করোনাভাইরাস বিস্তার রোধে এই ব্যবস্থা কার্যকর করেছ সিটি কর্পোরেশন। মঙ্গলবার রাত বারোটায় শুরু হচ্ছে লকডাউন। এ সময়ে উত্তর কাট্টলীর ভিতরে বাইরে প্রবেশ বন্ধ রাখতে ২০টি পথের ১৪টি বন্ধ থাকবে।
লকডাউন বাস্তবায়নে মঙ্গলবার দুপুরে কর্পোরেশনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে বেশ কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
লকডাউনের আওতামুক্ত থাকবে বিসিক শিল্প এলাকা। প্রতিদিন রিক্সাভ্যানের মাধ্যমে ন্যায্য মূল্যে কাঁচা বাজার সরবরাহ করা হবে। ইবাদত ঘরে থেকেই আদায় করতে হবে। কর্পোরেশনের কন্ট্রোলরুম ও এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক টীম নিয়োজিত থাকবে জনসাধারণের সহায়তায়।
মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার রাত ১২টা থেকে কাট্টলী ওয়ার্ডে লকডাউন কার্যকর করা হচ্ছে। বিশেষ কোন প্রয়োজনে কন্ট্রোলরুমের নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে মিলবে প্রয়োজনীয় সহযোগিতা। স্বেচ্ছাসেবক দ্বারা প্রতিটি ঘরে জিনিসপত্র পৌছে দেয়া হবে। খাদ্য সহায়তার পাশাপাশি জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে।
কন্ট্রোল রুমের নম্বর: ০৩১-৪৩১৫১৩৬৮, ০৩১-৪৩১৫১৩৬৯, ০৩১-৪৩১৫১৩৭০, ০৩১-৪৩১৫১৩৭১, ০৩১-৪৩১৫১৩৭২, মোবাইল- ০১৮১৯-০৫৬৮৪৪, ০১৮১১-৮৮৭০৮৪।