বিজনেসটুডে২৪ প্রতিনিধি
রাজশাহী: সদ্য প্রয়াত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’ করার অভিযোগে মতিহার থানা পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গ্রেপ্তার করেছে ।
তিনি কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। বুধবার দিনগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের আবাসিক ভবন পূর্ব-১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাজী জাহিদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেন আইনজীবী তাপস কুমার সাহা।
মতিহার থানার ওসি মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম গুরুতর অসুস্থ হয়ে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি হয়ে জীবনসংকটে থাকাকালীন আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত কাজী জাহিদুর রহমান ফেসবুক পাতায় একাধিক পোস্ট দিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য লেখেন।
কাজী জাহিদের বাড়ি নড়াইলে। নড়াইল আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০১৬ সালে জেলা কমিটিতে ছিলেন তথ্য ও প্রচার সম্পাদক । তবে মোহাম্মদ নাসিমকে নিয়ে মন্তব্য করার অভিযোগে ১৬ জুন জাহিদকে বহিষ্কার করে নড়াইল জেলা আওয়ামী লীগ।
এর আগে মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজাম মুনিরা।