বিজনেসটুডে২৪ সংবাদদাতা
কুড়িগ্রাম: ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কয়েকদিনের বৃষ্টি এবং উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, গংগাধর, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি আবারো বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়ে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। পানি বন্দি হয়ে পড়েছে এ সব এলাকার অনন্তত ৭০ হাজার মানুষ। তলিয়ে গেছে পাট, ভুট্টা, সবজি ক্ষেতসহ বীজতলা, নষ্ট হয়ে গেছে তিল, আউশ ধান ও কাউন।
কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে , গত ২৪ ঘন্টায় দুধকুমার নুনখাওয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকাল ৬টায় বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকাল ৬টায় বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
অপরদিকে ধরলায় গতকালের চেয়ে পানি বেড়েছে ৪৯ সেন্টিমিটার। এতে বিপদসীমা দিয়ে ধরলা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া, গংগাধর, নীলকমল, ফুলকুমার, জিঞ্জিরামসহ অন্যান্য নদনদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম বলেন, কুড়িগ্রামের শহর রক্ষা বন্যা নিয়ন্ত্রন বাঁধ সাম্প্রতিক সময়ে সংস্কার করার ফলে এবার ধরলার পানি শহরে প্রবেশ করতে পারবে না।