ঢাকা: বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ ও গবেষক শামসুজ্জামান খান।
রবিবার (২৮ জুন) তাকে সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে এক আদেশ জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
২০১২ সালের ১৩ ডিসেম্বর থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। গত ১৪ মে তার মৃত্যুর পর সভাপতির পদটি শূন্য হয়ে পড়ে। একাডেমির ২১তম সভাপতি হিসেবে তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামসুজ্জামান খান।
১৯৭৩ সালে বাংলা একাডেমিতে উপ-পরিচালক হিসেবে যোগ দিয়েছিলেন শামসুজ্জামান খান। ২০০৯ সালের ২৪ মে থেকে ২০১৮ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন মহাপরিচালক।
ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডেরও সভাপতি।