Home খেলাধুলা চিকিৎসা চলছে মাশরাফির

চিকিৎসা চলছে মাশরাফির

মাশরাফি বিন মুর্তজা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার করোনা চিকিৎসা চলছে এখনও। তবে, তেমন কোন শারিরকি সমস্যা নেই।

করোনা পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে- এমন খবরকে অসত্য বলেছেন তিনি। ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এ বিষয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক জানান, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনো পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর টেস্ট করানোর ইচ্ছে আছে।’

গত ২০ জুন কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানান মাশরাফি। এর আগে তিনি দুদিন ধরে জ্বরে ভুগছিলেন। শরীর ও মাথা ব্যথা ছিল। ১৯ জুন তিনি নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন।

বাসায় থেকেই তিনি মেনে চলছেন চিকিৎসকের পরামর্শ।