চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় আরও ১৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন আনোয়ারার ইউএনও, কাফকোর তিন কর্মকর্তা এবং একজন ট্রাফিক পুলিশ। অন্যরা বিভিন্ন গ্রামের।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। উপজেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।
গত ৭ জুনের নমুনা পরীক্ষার রিপোর্টে ১৬ জনের মধ্যে ৮ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। ২৪ জুনের নমুনা পরীক্ষার রিপোর্টে ২৩ জনের মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়। সোমবার রাতে এ দুইদিনের রিপোর্ট একত্রে পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন জানিয়েছেন, আনোয়ারায় এ পর্যন্ত ৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে ১৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন একজন ও সুস্থ হয়েছেন ৩৯ জন।
ইউএনও শেখ জোবায়ের আহমেদ গণমাধ্যমকে বলেছেন যে নমুনা রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। হালকা জ্বর ছাড়া শারীরিক অবস্থা এখনও ভালো। সরকারি বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।