Home First Lead প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেল্টা কাউন্সিল গঠন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডেল্টা কাউন্সিল গঠন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‌’ডেল্টা কাউন্সিল’ গঠন করা হয়েছে। ১২ সদস্যের এই কাউন্সিল গঠন করে গত ২৯ জুন প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব বেবী পারভীন এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
গভর্ন্যান্স কাউন্সিলে সদস্য হিসেবে রয়েছেন- কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ভূমিমন্ত্রী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী।

এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বা প্রতিমন্ত্রী, নৌমন্ত্রী বা প্রতিমন্ত্রী, পানি সম্পদমন্ত্রী বা প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বা প্রতিমন্ত্রী কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন।এই কাউন্সিলকে ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নীতিনির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ ও দিক-নির্দেশনা দিতে হবে।

ডেল্টা প্ল্যান হালনাগাদকরণে দিক-নির্দেশনা, এই প্ল্যানের বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নে এই কাউন্সিলকে নীতিনির্ধারণ ও নির্দেশনা এবং ডেল্টা সংগঠন ও ব্যবহারের ক্ষেত্রে এই কাউন্সিলকে দিক-নির্দেশনা দিতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কাউন্সিলকে বছরে ন্যূনতম একটি সভা করতে হবে। কাউন্সিল প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এই কাউন্সিলকে সাচিবিক সহায়তা দেবে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ ।