Home আকাশপথ ১৬৫ বাংলাদেশিকে ইতালি থেকে ফেরত

১৬৫ বাংলাদেশিকে ইতালি থেকে ফেরত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দু’টি ফ্লাইটে বুধবার ইতালি যাওয়া ১৮০ জন বাংলাদেশির মধ্যে ১৬৫ জনকে দোহাগামী ফিরতি ফ্লাইটে তুলে দেয়া হয়েছে।

কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তারা ঢাকা থেকে দোহা হয়ে  পৌঁছেন সেখানে।

মঙ্গলবার বাংলাদেশ ফেরত যাত্রীদের শরীরে করোসা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করে ইতালি কর্তৃপক্ষ। তাদের সঙ্গে করোনামুক্ত সার্টিফিকেট ছিল। এরপর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহের জন্য সব ফ্লাইট বাতিল করে। তবে, কাতার থেকে যাওয়া ফ্লাইট চালু।

কূটনৈতিক বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার কাতার এয়ারওয়েজের দু’টি ফ্লাইট পৌঁছে রোম ও মিলানে। বাংলাদেশি যাত্রী ছিলেন ১৮০ জন। তবে, এদের ১৪ জন ইতালির পাসপোর্টধারী। এই ১৪ জন এবং মানবিক কারণে  অপর একজন বাংলাদেশি  অসুস্থ মহিলাকে নামতে দেয়া হয়েছে। অপর ১৬৫ জনকে নামতে দেয়া হয়নি। সারাদিন তারা ছিলেন বিমানে।

বাংলাদেশ দূতাবাস রোম এবং মিলানস্থ কনস্যুলেট অনুরোধ জানায় এদেরকে গ্রহণ করতে। তাতে নমনীয় হয়নি ইতালি সরকার। তাদের সিদ্ধান্তে অনড় থাকে। কেবল ইতালির পাসপোর্টধারি ১৪ জনকে গ্রহণ করে। মিলানে অসুস্থ হয়ে পড়া প্রেগন্যান্ট একজন মহিলাকে হাসপাতালে ভর্তির সুযোগ দেয়া হয়েছে। তবে, সুস্থ হওয়ার পর তাকেও ফেরত পাঠানো হবে বলে জানিয়ে দেয়া হয়।

কাতার এয়ারওয়েজে রোমে ১৪০ জন এবং মিলানে ৪০ জন বাংলাদেশি পৌঁছেন। কিন্তু তাদেরকে নামার অনুমতি দেয়া থেকে বিরত থাকে সেখানকার ইমিগ্রশন বিভাগ। তবে, এ দুই ফ্লাইটে সেখানে পৌঁছা অন্যান্য দেশের যাত্রীদের যথারীতি নামতে দেয়া হয়। এদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

বাংলাদেশি ১৬৫ জনকে ফিরতি ফ্লাইটে উঠিয়ে দেয়া হয়েছে।

বুধবার  ইতালির শীর্ষস্থানীয় দৈনিক ও অনলাইনগুলোর খবরের প্রধান প্রধান শিরোনাম ছিল, বাংলাদেশ থেকে ভুয়া টেস্ট করিয়ে ইতালিতে শ্রমিকদের যাওয়ার কথা। এসব প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে তাদের অনেকেরই করোনা টেস্টে পজিটিভ এসেছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকার এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ ঘোষণা করলেও দাবি উঠেছে এই সিদ্ধান্ত যেন কয়েক বছর বলবৎ থাকে।