বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। বুধবার বিশ্ববাজারে প্রতি আউন্স ছাড়িয়ে গেছে ১৮০০ ডলার। গত ৯ বছরের রেকর্ড মূল্য এটা।
২০১১ সালের সেপ্টেম্বরে এমন দাম বেড়েছিল। তবে এবার সোনার দাম বাড়ার পেছনে নিরাপদ বিনিয়োগকে কারণ মনে করছেন বিশ্লেষকরা। বুধবার যুক্তরাজ্যের বাজারে সোনার দাম বেড়ে প্রতি আউন্স হয় এক হাজার ৮০০ দশমিক ৮৬ ডলার, যা গত সাড়ে আট বছরের মধ্যে সর্বোচ্চ দাম। এর আগে ২০১১ সালে সোনার দাম উঠেছিল ৯২১ দশমিক ১৮ ডলার।
গত বছরের শেষদিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ১৪৫৪ ডলার। এরপর করোনাভাইরাস প্রকোপের মধ্যে ফেব্রুয়ারিতে ১৬৬০ ডলারে ওঠে। আন্তর্জাতিক বাজারে সোনার এই দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও দাম বাড়ানো হয়।
তবে মার্চে আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন হয়। এক ধাক্কায় দাম কমে প্রতি আউন্স ১৪৬৯ ডলারে নেমে আসে। এ পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমানো হয় তখন।