বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মরদেহ শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে ব্যাংকক থেকে ঢাকা পৌঁছবে।
শনিবার (১১ জুলাই) নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
তার ব্যক্তিগত সহকারী ও ভাতিজা মোহাম্মদ আনিসুর রহমান জানান, ব্যাংকক সময় রাত ৯টার দিকে তারা ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে রওনা হবে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি ঢাকায় পৌঁছবে বলে আশা করা যাচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই নারী রাজনৈতিক। অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে ২ জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা তাকে। তারপর থেকেই অবস্থার অবনতি ঘটে তার। কয়েকদফা আইসিইউ’তে চিকিৎসা দেয়ার এক পর্যায়ে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাহারা খাতুনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এডভোকেট সাহারা খাতুন বাংলাদেশের রাজনীতিতে এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। তার সৌভাগ্য হয়েছিল বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার। রাজনীতিতে তিনি একজন সফল মানুষ ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে অত্যন্ত সক্রিয় অবদান রেখেছেন। আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।