বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার ৬৩ বছর বয়সী মুকেশ আম্বানি এবার উঠে এলেন বিশ্বের ধনকুবেরদের মধ্যে ষষ্ঠ স্থানে। শেয়ারের দাম বৃদ্ধির ফলে একদিনে সম্পদ বেড়েছে ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার।
মুকেশ আম্বানি গত শনিবার ধনকুবের ওয়ারেন বাফেটকে ছাপিয়ে বিশ্বের ধনীর তালিকায় অষ্টম স্থান পান। দু’দিন যেতে না যেতেই আরও দু’ধাপ উঠে ষষ্ঠ ধনীতম ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান৷
গুগল-এর কর্ণধার সের্গেই ব্রিন ও ল্যারি পেজকেও ছাড়িয়ে গেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান।
মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তির পরিমাণ ৭ হাজার ২৪০ কোটি মার্কিন ডলার৷ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স অনুযায়ী, শুধু সোমবারই রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশ। শেয়ারের এই দাম বৃদ্ধির ফলে একদিনেই মুকেশ আম্বানির সম্পত্তি বেড়েছে ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার। গত তিন সপ্তাহে যে হারে আম্বানির সম্পত্তি বেড়েছে তা এককথায় অবিশ্বাস্য। এই সময়েই সম্পত্তি বেড়েছে প্রায় ৭.৯ বিলিয়ন মার্কিন ডলার।
করোনাভাইরাস সংক্রমণ আর লকডাউনের মারে বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, তখন একের পর এক সম্পত্তি বৃদ্ধির নজির গড়েছেন মুকেশ আম্বানি। আর তার জেরেই নতুন পালক তাঁর মুকুটে।