বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: র্যাবের অভিযান চলছে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে।
অনুমতি না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে শাহাবুদ্দিন মেডিকেল হাসপাতালে এ অভিযান চালানো হচ্ছে।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অনুমতি ছাড়াই অ্যান্টিবডি টেস্ট করা ও তার রিপোর্ট প্রদানসহ হাসপাতালটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে অভিযান চলছে। এ সব পরীক্ষায় ৩ থেকে ১০ হাজার পর্যন্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে হাসপাতালটির বিরুদ্ধে।