Home Second Lead ট্রানজিট পণ্যবাহী সেঁজুতি ভিড়েছে

ট্রানজিট পণ্যবাহী সেঁজুতি ভিড়েছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: শুরু হলো ট্রানজিট। ভারতের পণ্য যাচ্ছে ভারতে। মাঝখানে চট্টগ্রাম বন্দর এবং সড়ক পথ ব্যবহার করে পৌঁছবে আখাউড়া সীমান্ত দিয়ে ওপারে।

চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের প্রথম চালানে রয়েছে দু’কন্টেইনার রড এবং দু’কন্টেইনার ডাল। কন্টেইনার ৪টি শিপমেন্ট হয়েছে ১৬ জুলাই কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে বাংলাদেশের কোস্টাল জাহাজ সেঁজুতিতে।চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তাদের ট্রানজিটের ট্রায়াল রান এটা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক একটু আগে বেলা ১ টা ১০মিনিটে জানান যে সেঁজুতি জেটিতে ভিড়েছে। এরপর বন্দর ও কাস্টমস-এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ট্রানজিটের কন্টেইনারগুলো ট্রেইলারে চলে যাবে গন্তব্যে।

সংযুক্ত ভিডিও: চট্টগ্রাম জেটিতে ভিড়ছে এমভি সেঁজুতি