- প্রথম পর্যায়ে ৯০০ জনকে টিকা দেওয়া হবে
বিজনেসটুডে২৪ ডেস্ক
ভ্যাকসিন দৌড়ে ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা, আমেরিকার মোডার্নার মতোই তিন স্তরে এগিয়ে রয়েছে চিনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোভ্যাক। দেশের বাইরে এবার ব্রাজিলের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে চলেছে সিনোভ্যাক। প্রথম পর্যায়ে ৯০০ জনকে টিকা দেওয়া হবে।
ব্রাজিলের হেলথ রিসার্চ সেন্টার বুটানটানের সঙ্গে যৌথ উদ্যোগে সাও পাওলোতে টিকার ট্রায়াল শুরু করবে সিনোভ্যাক। বুটানটান ইনস্টিটিউটের প্রধান ডিমাস কোভাস জানিয়েছেন, প্রথম পর্যায়ে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে। দেশের ছ’টি রাজ্যে টিকার ট্রায়াল হবে।
সিনোভ্যাকের কোভিড ভ্যাকসিনের নাম করোনাভ্যাক। এই ভ্যাকসিনের প্রথম দুই পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট ইতিবাচক বলেই দাবি করেছিল চিনের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সাও পাওলোর স্বাস্থ্য দফতর জানিয়েছে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে দুটি ডোজে এই ভ্যাকসিনের ট্রায়াল করা হবে। অন্তত তিন মাস চলবে ট্রায়াল। তারপর মানুষের শরীরে এই ভ্যাকসিনের প্রভাব কী হল সেটা সামনে আনা হবে।
করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বে দু’নম্বর স্থানে রয়েছে ব্রাজিল। আক্রান্তের সংখ্যা ১৪ লাক ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৮০ হাজারের বেশি। করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে সাও পাওলো, রিও ডি জেনিরোতে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে ব্রাজিলে। লেমানন ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাজিলে করোনার হটস্পট সাও পাওলো ও রিও ডি জেনিরোতে মোট ৩০০০ জনকে দেওয়া হচ্ছে অক্সফোর্ডের ভ্যাকসিন। তার মধ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ সাও পাওলোতে ২০০০ জন ও রিও ডি জেনিরোতে হাজার জনকে বেছে নেওয়া হয়েছে।