Home অন্যান্য হাসান মাহমুদ চৌধুরী এবারে হাদিয়া দিলেন কোরবানির গরু

হাসান মাহমুদ চৌধুরী এবারে হাদিয়া দিলেন কোরবানির গরু

হাসান মাহমুদ চৌধুরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি,  হাসান মাহমুদ চৌধুরী এবারে হাদিয়া দিলেন কোরবানির গরু।

কল্যাণ সমিতি ও জামে মসজিদ কমপ্লেক্স এবং সিডিএ আবাসিক এলাকা এ-ব্লকের সব স্টাফ, নিজ গ্রাম রাউজানের কদলপুর, চান্দগাঁওয়ের শমসের পাড়া, আদুমাঝির পাড়া, ফরিদার পাড়া এলাকায় নিম্নমধ্যবিত্ত পরিবারের জন্য বেশ কিছু কোরবানির পশু দেয়া হয়েছে কাশেম-নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে। তিনি এই ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান।

হাসান মাহমুদ চৌধুরী করোনা পরিস্থিতির শুরু থেকে ‘মানুষ মানুষের জন্য’ এই মহান মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে গরিব-দু;স্থদের সহায়তায় নিয়োজিত থেকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিভিন্ন এলাকায় দিয়েছেন ত্রাণ সামগ্রী।

অক্সিজেন সিলিন্ডারের ১০টি ফুল সেট দিয়েছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটকে মুমূর্ষু রোগীদের জন্য।

চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদের মুসল্লিদের সুরক্ষায় জীবানুনাশক টানেল ও  স্বয়ংক্রিয় ইনফ্রারেড থার্মোমিটার দিয়েছেন।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুই পুলিশ সদস্য পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন।

কক্সবাজারের চকরিয়ায় করোনা ফিল্ডহাসপাতাল স্থাপনেও দিয়েছেন আর্থিক সহায়তা।