Home First Lead আসছে ভারতের ১০ব্রডগেজ রেল ইঞ্জিন

আসছে ভারতের ১০ব্রডগেজ রেল ইঞ্জিন

বিজনেসটুডে২৪ ডেস্ক

আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়েকে ‘ঈদ উপহার’ হিসেবে ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে ভারতীয় রেলওয়ে। 
ভারতের রেলের এ ইঞ্জিনগুলো আগামী সোমবার বাংলাদেশে আসছে। ঈদুল আজহার আগে এ রেল ইঞ্জিনগুলোকে ‘ঈদ উপহার’ হিসেবেই দেখছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ভারতীয় রেলওয়ে আগামী ২৭ জুলাই আমাদের ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার হিসেবে দেবে। এ বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে।

রেলমন্ত্রী আরো বলেন, ‘ওই দিন দুপুর আড়াইটার মধ্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও আমি নিজে এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও রেলমন্ত্রী ভিডিও কনরফারেন্সের মাধ্যমে এ ইঞ্জিন উপহার অনুষ্ঠানে অংশ নেব। ’

তিনি আরো জানান, ইঞ্জিনগুলো হস্তান্তরে ভারতীয় রেলের পক্ষ থেকে দর্শনা সীমান্তে (ওপারে গেদে সীমান্ত) আনুষ্ঠানিকতা পালন করা হবে।

বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন ( লোকোমোটিভ) এর সংখ্যা ২৭৩টি। এর মধ্যে ১৯৫টি মেয়াদোত্তীর্ণ। স্বাভাবিক সময়ে এসব ইঞ্জিন দিয়ে ট্রেন চালাতে গিয়ে প্রায়ই সমস্যা হতো। তাই ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য ভারত থেকে ১০টি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। যার প্রক্রিয়া গত বছরের শেষ দিকে শুরু করা হয়েছিল।