বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কুষ্টিয়া: বিশিষ্ট সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরী (ডব্লিউ বি চৌধুরী) আর নেই।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় শহরের মজমপুর চৌধুরী কওছেরউদ্দিন আহমেদ সড়কের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসা নিয়েছেন বিভিন্ন দেশে। জীবনের শেষ প্রান্তে এসে বেশ কিছুদিন ধরে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
প্রথিতযশা সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মুক্তাঞ্চল থেকে প্রকাশিত সর্বপ্রথম পত্রিকা ‘স্বাধীন বাংলা’র সম্পাদক, বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ইস্পাত’ পত্রিকা এবং স্বাধীনতাপূর্ব ‘সাপ্তাহিক মশাল’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। নির্ভীক এই কলম সৈনিকের সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল ভারতের নদীয়া জেলার রানাঘাট থেকে ‘স্বাধীন বাংলা’ নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা বের করা হয়। এর আগে তিনি ১৯৬৪ সালে ‘সাপ্তাহিক মশাল’ নামের আরেকটি মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।
কুষ্টিয়ার সাংবাদিকদের অভিভাবকতুল্য প্রবীণ সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।