Home আকাশপথ সিলেট টু লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত

সিলেট টু লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সিলেট টু লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনাশেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় উপস্থিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রতিনিধিরা এক বাক্যে স্বীকার করেন যে করোনা ঠেকাতে লন্ডন থেকে সিলেটগামী যাত্রীদের ইমিগ্রেশন এবং লাগেজ হস্তান্তরে ঢাকায় নিষ্পন্ন হওয়ার যে যুক্তি দেখানো হয়েছে তা অত্যন্ত দুর্বল। এ-ও বলা হচ্ছে কারও উপসর্গ থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠাতে হবে, সিলেটে তো এই সুবিধা নেই।

সভায় উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, যে যুক্তিতে লন্ডন-সিলেট ফ্লাইটটি বন্ধের নোটিশ করেছিল তা ধর্তব্যই নয়। কারণ সর্বোচ্চ ৫-১০ শতাংশ যাত্রীর করোনা উপসর্গ থাকতে পারে এবং তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর প্রয়োজন পড়তে পারে। আমরা স্থানীয়ভাবে সেই ফ্যাসিলিটিজ নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছি। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সুবিধা সমৃদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে সিলেটের ধোপাদীঘির পাড়ের একটি অত্যাধুনিক হোটেল এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজের একটি হোস্টেলে।

লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট পুনর্বহালের  আহ্বান জানিয়ে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আবু তাহের মো. শোয়েব এ ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে সিলেট-লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট  বন্ধ রয়েছে।  ব্রিটেন থেকে আসা প্রবাসীরা ঢাকা হয়ে আসতে হচ্ছে সিলেটে। ঢাকায় ইমিগ্রেশন করে সেখানেই তাদের ব্যাগেজ ক্লেইম করতে হয় এবং ঢাকা থেকে আবার নতুন করে বোডিং পাস নিয়ে সিলেট আসতে হয়। সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের ভোগান্তির পাশাপাশি এজেন্সিদেরকেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।