বিজনেসটুডে২৪ প্র্রতিনিধি
ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর ) ইলেকট্রনিক চালান বা ডিজিটাল সনদে আমদানি পণ্য শুল্কায়ন ও খালাসের সময় ছয় মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নির্দেশনায় এ আদেশ দেওয়া হয়েছে।
এখন থেকে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ইস্যুকৃত সার্টিফিকেট অব অরজিনের (উদ্যোক্তা সনদ) ডিজিটাল স্বাক্ষর কপি নিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত পণ্য চালান শুল্কায়ন ও ছাড়ের নির্দেশ দেওয়া হয়েছে।করোনার কারণে গত ৩০ জুন পর্যন্ত এ সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সময় বাড়ানো হয়েছে।
এনবিআর-এর নির্দেশনায় বলা হয়, করোনা পরিস্থিতিতে সাফটার আওতায় ইস্যুকৃত সার্টিফিকেট অব অরজিনের ইলেকট্রনিক কপি নিয়ে সাময়িক শুল্কায়নের মাধ্যমে ৩০ জুন পর্যন্ত পণ্য চালান শুল্কায়ন ও ছাড়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আন্তঃদেশীয় বাণিজ্য সচল রাখতে উদ্যোক্তা সনদের ইলেকট্রনিক কপি নিয়ে পণ্য চালান শুল্কায়ন ও ছাড়ের নির্দেশনা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। একই সঙ্গে ইলেকট্রনিক কপি সংশ্লিষ্ট দেশের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যাচাই এবং কাস্টম হাউজ নমুনা স্বাক্ষর সার্টিফিকেটের স্বাক্ষর যাচাই করে পণ্য চালান শুল্কায়ন ও ছাড়ের নির্দেশ দেয়া হয়েছে।