বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ঘাটতি পূরণে ৪ কোম্পানিকে ১১৬ কোটি টাকার শেয়ার কিনতে হবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪২ কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ (পরিশোধিত মূলধনের) শেয়ার ধারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরজন্য আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি ৩০ শতাংশ শেয়ার ধারণের ঘাটতি পূরণে ব্যর্থ হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়েছে।
সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ না করার ৪২ কোম্পানির মধ্যে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি রয়েছে ৪টি। এগুলো হলো:
ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক ও সিটি ব্যাংক এবং নন-ব্যাংকিং খাতের ফাস (এফএএস) ফাইন্যান্স ও বে-লিজিং।
বর্তমানে সাউথইস্ট ব্যাংকের সম্মিলিত শেয়ার রয়েছে ২৫.১৩ শতাংশ এবং সিটি ব্যাংকের রয়েছে ২৭.৯২ শতাংশ। অন্যদিকে, ফাস ফাইন্যান্সের সম্মিলিত শেয়ার রয়েছে ১৩.২০ শতাংশ এবং বে-লিজিংয়ের রয়েছে ২৯.৬৪ শতাংশ।
সাউথ ইস্ট ব্যাংকের উদ্যেক্তা পরিচালকদের সংগ্রহ করতে হবে ৪.৮৭ শতাংশ শেয়ার বা ৫ কোটি ৬৪ লাখ ৮৯ হাজার ১৭৫টি শেয়ার। যার বাজার মূল্য প্রায় ৬৬ কোটির বেশি।
সিটি ব্যাংকের উদ্যেক্তা পরিচালকদের সংগ্রহ করতে হবে ২.০৮ শতাংশ শেয়ার বা ২ কোটি ১১ লাখ ৪০ হাজার ৮৪৩টি শেয়ার। যার বাজার মূল্য প্রায় ৩৭ কোটি টাকা
অন্যদিকে, ফাস ফাইন্যান্সকে সংগ্রহ করতে হবে ১৬.৮০ শতাংশ শেয়ার বা ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৯৮টি শেয়ার। যার বাজার মূল্য প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা। আর বে-লিজিংকে সংগ্রহ করতে হবে ০.৩৬ শতাংশ শেয়ার বা ৪ লাখ ৯৪ হাজার ৮২৮টি শেয়ার। যার বাজার মূল্য ৫৮ লাখ টাকার বেশি।
আর্থিক খাতের এই চার কোম্পানির ৩০ শতাংশ ধারণ করার জন্য যে পরিমাণ শেয়ার সংগ্রহ করতে হবে, তার বর্তমান বাজার মূল্য প্রায় ১১৬ কোটি টাকা।