Home Second Lead ‘সেবক’দের ইউনিফর্মের জন্য ২০ লাখ টাকা দিল কাশেম-নুর ফাউন্ডেশন

‘সেবক’দের ইউনিফর্মের জন্য ২০ লাখ টাকা দিল কাশেম-নুর ফাউন্ডেশন

সিটি প্রশাসক খোরশেদ আলম সুজনের কাছে চেক হস্তান্তর করছেন হাসান মাহমুদ চৌধুরী

 

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: কাশেম-নূর ফাউন্ডেশন তাদের সমাজ সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় এবার এগিয়ে এল সিটি কর্পোরেশনের সেবকদের ইউনিফর্ম প্রদানে। সবার ইউনিফর্মের জন্য রবিবার ২০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেছে সিটি প্রশাসক খোরশেদ আলম সুজনের কাছে।

ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধূরী চেক হস্তান্তর করেন। এছাড়া, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দেয়া হয়েছে আরও ২ লাখ টাকা।

সিটি প্রশাসকের কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়।

সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন চেক গ্রহণকালে চলমান করোনা দুর্যোগকালে কাশেম-নুর ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তাছাড়া, সেবকদের পোশাকের জন্য অনুদান নিয়ে এগিয়ে আসায় সন্তোষ প্রকাশ করে বলেন, এই অনুদান অন্যদেরও অনুপ্রাণিত করবে। তিনি আশা করেন, নগরীর বিত্তশালীরা এভাবে নগর উন্নয়ন কার্যক্রমে অংশ গ্রহণ করবেন।

হাসান মাহমুদ চৌধুরী বলেন, সমাজসেবামূলক কাজে কাশেম নুর ফাউন্ডেশনের সহায়তা সব সময় থাকবে।

প্রশাসক খোরশেদ আলম সুজন আরও বলেন, এখন অনেকেই আমার সাথে ছবি বা ফুল দিতে আসছেন । এটা  আমার প্রতি ভালোবাসার বহি:প্রকাশ। কিন্তু আমি প্রশাসক হিসেবে দায়িত্বে আছি সীমিত সময়ের জন্য। তাই ছবি তুলে বা সংবর্ধনা নিয়ে সময় ক্ষেপন করতে চাই না। যেহেতু এখন ডিজিটাল যুগ তাই আপনাদের যে কোন সমস্যা,অভিযোগ আমাকে আমার হোয়াটস অ্যাপ বা মেসেঞ্জারে জানান। প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করছি।  সমন্বয় করে কাজ করলে নগরীতে সমস্যা থাকার কথা নয়।

চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতির  সহ সভাপতি ইউসুফ সিকদার, আহসানুল করিম, সহ সম্পাদক ফজলে আহমদ, সাংগঠনিক সম্পাদক তৌফিক হোসেন, অর্থ সম্পাদক নুরুল আবছার, তারিকুল ইসলাম, ওসমান গনি, মোঃ আবু জাফর, আবু মোঃ হাসেম, নিজামউদ্দিন, সিদ্দিকুর রহমান, এনামুল হাসান, গোলাম আব্বাস, এম এ মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।