Home Uncategorized ৬৮টন পোস্তাদানা আমদানি: দু’প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

৬৮টন পোস্তাদানা আমদানি: দু’প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: মিথ্যা ঘোষণায় আমদানি নিষিদ্ধ পোস্তাদানা আনার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। দুই আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রবিবার মোংলা থানায় কাস্টমস মামলাটি করেছে।

রাজধানীর মের্সাস তাজ ট্রেডিং ও মের্সাস আয়েশা ট্রেডার্স টেনিস বল ও খেলনা সামগ্রী ঘোষণায় আমদানি করেন নিষিদ্ধ পোস্তাদানা। সাইপ্রাস পতাকাবাহী জাহাজ এমভি স্যানজোর্জিও জাহাজে চালানটি পৌঁছে। জাহাজটির স্থানীয় এজেন্ট ওসেন ট্রেড লিমিটেড।  ১০ আগস্ট খালাস হয় চালানটি।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০ ফুট দৈর্ঘের  চার কন্টেইনারে ফুটবল, টেনিস বল ও স্নো -স্প্রে আনার ঘোষণা ছিল আমদানীকারক প্রতিষ্ঠানের। ঘোষণা অনুযায়ী প্রতিটি কন্টেইনারে পণ্যের ওজন দেওয়া ছিল ৫ টন। সেখানে পোস্তাদানা আনায় প্রতিটি কন্টেইনারে ওজন দাঁড়ায় ১৭ থেকে ২০ মেট্রিক টন। কন্টেইনার ৪ টি খুলে তার মধ্যে প্রায় ৬৮ মেট্রিক টন পোস্তাদানা পাওয়া গেছে। পোস্তাদানা বাংলাদেশে আমদানি করা নিষিদ্ধ।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মোংলা কাষ্টমস এর সহকারি রাজস্ব কর্মকর্তা মো. এমদাদুল হক  মামলাটি করেছেন।

নিষিদ্ধ পণ্য আমদানির ব্যাপারে মের্সাস তাজ ট্রেডিং এর মালিক মো. সাব্বির হোসেন দাবি করেন যে মালয়েশিয়ান সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স নিউসাইন কর্পোরেশন ভুলবশত টেনিস বলের পরিবর্তে পোস্তাদানা পাঠিয়েছে।

অপর আমদানিকারক মেসার্স আয়েশা ট্রেডার্সের মালিক আকবর হোসেনের  সাথে যোগাযোগের জন্য ফোন করা হলে তা বন্ধ পাওয়া গেছে।