Home আন্তর্জাতিক অক্টোবরে শিশুদের টিকা: সেরাম

অক্টোবরে শিশুদের টিকা: সেরাম

নয়াদিল্লি: শিশুদের জন্য করোনা টিকা আসতে পারে চলতি বছরের অক্টোবরে। যা দেওয়া হবে শিশুর জন্ম মাসেই। এমনই জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের গ্রুপ এক্সিমের ডিরেক্টর পিসি নামবিয়ার।
উল্লেখ্য, সেরাম ইনস্টিটিউট ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভিশিল্ড। ভারতে টিকাকরণও শুরু হয়ে গিয়েছে। এবার শিশুদের জন্য ভ্যাকসিন আনার কথা জানাল সেরাম।
সেরামের অন্যতম কর্তা নামবিয়ার কেরালার কোচিতে একটি অনুষ্ঠানে জানান, শিশুদের যে টিকা দেওয়া হবে পরবর্তীতে সেটিই করোনায় আক্রান্ত শিশুদের সুস্থ করে তুলতে ব্যবহৃত হবে। তিনি আরও জানান, সেরাম ইনস্টিটিউট আরও চারটি টিকা তৈরি করবে। যা ২০২১ সালের শেষ দিকেই ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে। শিশুদের টিকা আসবে অক্টোবরের মধ্যেই।
নামবিয়ারের দাবি, জুনের মধ্যে প্রস্তুত হবে নোভাভ্যাক্সের কোভোভ্যাক্স। এছাড়া কোডাজেনিক্সের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি কোভি-ভ্যাক ভ্যাকসিনের দ্বিতীয় দফার ক্লিনিকাল ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়েছে।
তিনি আরও জানান, কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয়তা মেটাতে এপ্রিল থেকে প্রতিমাসে ২০ কোটি কোভিশিল্ড টিকা তৈরি হবে।

-বিজনেসটুডে২৪ ডেস্ক