করোনা পরিস্থিতিতে বাংলাদেশের জন্য উপহার হিসেবে দুটি ভ্রাম্যমাণ অক্সিজেন প্ল্যান্ট ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে ভারত। ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ ‘আইএনএস সাবিত্রী’ এসব অক্সিজেন প্ল্যান্ট ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের ৫ নম্বর জেটিতে আইএনএস সাবিত্রী এসে পৌঁছে। চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মঈন জাহাজটির কমান্ডার এন রবি সিংকে শুভেচ্ছা জানান।
করোনা পরিস্থিতিতে ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে নৌবাহিনী ও ঢাকা মেডিকেল কলেজের জন্য উপকরণগুলো উপহার হিসেবে পাঠানো হয়েছে। গত ৩০ আগস্ট ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সাবিত্রী’ বিশাখাপত্তম থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।
পতেঙ্গার নৌবাহিনী হাসপাতালের কমান্ডিং অফিসার কমান্ডার এম মাহবুবুর রহমান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির এমওপি দুটি গ্রহণ করেন।