Home Second Lead অচিন পাখি পৌঁছেছে ঢাকায়

অচিন পাখি পৌঁছেছে ঢাকায়

যুক্তরাষ্ট্রের সিয়াটলে বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টারের কাছ থেকে কেনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নতুন ড্রিমলাইনারের ৭৮৭-৯ সিরিজের দ্বিতীয়টি ‘অচিন পাখি’ ঢাকায় এসে পৌঁছেছে।

ঢাকার উদ্দেশে সোমবার (২৩ ডিসেম্বর) রওয়ানা হয়ে অচিন পাখি  মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় । ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে ‘অচিন পাখিকে’ ওয়াটার গান স্যালুট জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই উড়োজাহাজটিতে মোট ২৯৮ টি আসন রয়েছে।এর মধ্যে ৩০ টি বিজনেস ক্লাস , ২১টি প্রিমিয়াম ইকোনোমি শ্রেণী ও ২৪৭ টি ইকোনোমি শ্রেণির আসন। এটি একবার জ্বালানি নিয়ে ১৩ হাজার ৯৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। পুরনো উড়োজাহাজগুলোর তুলনায় এই ড্রিমলাইনারে জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ ২৫ শতাংশ কম হবে।

এর আগে ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ ড্রিমলাইনার দু’টি কেনার ঘোষণা দেন। ‘সোনার তরী’ দেশে পৌঁছায় গত ২১ শে ডিসেম্বর বিকেলে। আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী এ দু’টি ড্রিমলাইনার উদ্বোধন করবেন।