একবার চোখের দেখা দেখবেন ‘অনলাইন’ প্রেমিককে
বিজনেসটুডে২৪ ডেস্ক
সীমা হায়দার কিংবা অঞ্জুর প্রেমকাহিনী এখন নেটমাধ্যমে ভাইরাল। দুজনেই প্রেমের টানে স্বামী সন্তান ফেলে বিদেশে পাড়ি দিয়েছেন। একজন পাকিস্তান থেকে ভারতে, আর একজন ভারত থেকে গেছেন পাকিস্তানে। সেরকমই এক অদম্য প্রেমের টানে এবার চিন থেকে পাকিস্তানে গিয়ে পৌঁছালেন ২১ বছরের এক তরুণী।
স্ন্যাপচ্যাট-এর মাধ্যমে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের বাসিন্দা ১৮ বছরের জাভেদের সঙ্গে আলাপ হয়েছিল চিনের ২১ বছরের তরুণী গাও ফেং-এর । আলাপের অল্প সময়ের মধ্যেই পরস্পরের প্রেমে পড়ে যান দুজনে। তারপরেই প্রেমিকের সঙ্গে দেখা করতে তিন মাসের ভিসা নিয়ে পাক অধিগৃহীত কাশ্মীরের গিলগিট প্রদেশ দিয়ে বুধবার ইসলামবাদে প্রবেশ করেন তিনি। সেখান থেকেই জাভেদ লোয়ার ডির জেলার সামারবাঘ তহসিলে নিজের মামারবাড়িতে নিয়ে যান প্রেমিকাকে।
জাভেদের নিজের বাড়ি আফগানিস্তান সীমান্তে বাজাউর জেলায়। এই এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় সেখানে নিরাপত্তা সংক্রান্ত অশান্তি লেগেই থাকে। তাই প্রেমিকাকে নিজের বাড়িতে নিয়ে যাননি তিনি।
লোয়ার ডির জেলার জেলা পুলিশ জানিয়েছেন, তরুণীর নিরাপত্তার সব রকম বন্দোবস্ত করা হয়েছে। তবে মহরমের জন্য তাঁকে ইচ্ছেমতো সামারবাঘে ঘুরতে দেওয়া হচ্ছে না।