বিজনেসটুডে২৪ ডেস্ক:
অনলাইন শপিং প্ল্যাটফর্ম শার্টোলজিতে অভিযান চালিয়েছে এনবিআরের ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের একটি দল। অভিযানে শার্টোলজির প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠানের অনলাইন কার্যক্রম সংক্রান্তে বেশকিছু বাণিজ্যিক কাগজপত্র জব্দ করা হয়।
জুন ২০১৯ থেকে এই প্ল্যাটফর্মে ৬০ লাখ টাকার পণ্য অনলাইনে বিক্রি করা হয়। জব্দকৃত কাগজপত্র অনুসারে, অনলাইন প্ল্যাটফর্মটি পণ্য বিক্রি ও সরবরাহ করে ৪ দশমিক ১৬ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।
ভ্যাট ফাঁকির অভিযোগের প্রমাণ পাওয়ায় রবিবার (৬ ডিসেম্বর) ভ্যাট গোয়েন্দা দল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছে।
গোয়েন্দা সূত্র জানায়, ভ্যাট আইন অনুসারে অনলাইনে এই পণ্য বিক্রয় করতে ৭ দশমিক ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য। এই কার্যক্রমের সেবা কোড: এস ০৯৯.৬০। কিন্তু কোনো রকম ভ্যাট নিবন্ধন গ্রহণ ছাড়া প্রতিষ্ঠানটি অনলাইনে পণ্য বিক্রি করে আসছে। শার্টোলজি অনলাইনে মেন্স শার্টস বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে তা বাহক মারফত গ্রাহকের কাছে সরবরাহ করে থাকে।
সূত্র আরো জানায়, এটি ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনার নিষ্পত্তি করবে। ভ্যাটের বিচারিক আদালতে অভিযোগ প্রমাণিত হলে ফাঁকিকৃত ভ্যাট পরিশোধসহ এই পরিমাণের দ্বিগুণ জরিমানা দণ্ড হতে পারে।