ভারতে অনুপ্রবেশের অভিযোগে চার শিশুসহ ১৪ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) সকালে এক অভিযানে ত্রিপুরা থেকে তাদের আটক করা হয়।
ত্রিপুরার সাব্রুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপু দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমান্তের কাছে বৈষ্ণবপুর গ্রামের দুটি বাড়িতে অভিযান চালানো হয় এবং এসব অবৈধ অভিবাসীদের আটক করা হয়। খবর ফার্স্টপোস্ট।
তিনি আরও বলেন, ‘আমরা তিনজন স্থানীয়কেও গ্রেপ্তার করেছি যারা এই বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দিয়েছিল।’
এর আগে, চলতি বছরের এপ্রিলের শুরুতে ভারত-বাংলাদেশের ভোমরা-ঘোজাডাঙ্গা সীমান্তের কাছে তারালী হাকিমপুর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে দু’জন শিশু, চারজন নারী ও চারজন পুরুষ। এছাড়া বসিরহাটের বিথারী গ্রাম থেকে অবৈধ প্রবেশের দায়ে আরও দুই বাংলাদেশিকে আটক করা হয়।
এছাড়া গত বছর ২৮ ফেব্রুয়ারি জয়পুরহাটের হাট খোলা সীমান্তে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবি হাট খোলা বিওপির নায়েক সুবেদার নইমুল ইসলাম।
বিজিবি জানায়, সোমবার (ভোরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপি সদস্যরা জেলার পাঁচবিবি উপজেলার ভারতীয় সীমান্তবর্তী সোনাতলা এলাকা দিয়ে পার্শ্ববর্তী ভারতে অনুপ্রবেশের সময় দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করে পাঁচবিবি থানায় মামলার মাধ্যমে সোপর্দ করেছে।