Home First Lead কালো টাকা সাদা করেছিলেন খালেদা জিয়াও: তথ্যমন্ত্রী

কালো টাকা সাদা করেছিলেন খালেদা জিয়াও: তথ্যমন্ত্রী

সার্কিট হাউসে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ বলেছেন, অর্থনীতির স্বার্থে পৃথিবীর বিভিন্ন দেশে অপ্রদর্শিত টাকাকে বৈধ করার সুযোগ দেওয়া হয়।

শুক্রবার বিকেলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া নিজেও কালো টাকা সাদা করেছিলেনকালো টাকা সাদা করার সিস্টেম চালু করেছিলেন বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমানবিএনপি নেতা আমীর খসরু মাহমুদের উচিৎ সেই তথ্য উপাত্ত যাচাই বাছাই করা এবং আয়নায় নিজেদের চেহারাটাও একটু দেখা

তথ্যমন্ত্রী বলেন, সমস্ত সমালোচনাকে অসাড় প্রমাণিত করে গত ১১ বছর ধরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাজেট বাস্তবায়িত হয়েছে। দেশ এগিয়ে গেছে। দারিদ্রতা কমে অর্ধেকে নেমেছে, মাথাপিছু আয় বেড়েছে সাড়ে তিনগুণ। এবারের বাজেটও বাস্তবায়িত হবে।

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করা হচ্ছেনা এবং চিকিৎসা সেবা না দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোনভাবেই রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত হচ্ছেনাসাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামে নিয়ে কয়েকটি সমন্বয় সভা হয়েছে। কয়েকটি হাসপাতাল চালু করা হয়েছে। তবে চট্টগ্রামে নয় শুধু সারাদেশ এবং পৃথিবী জুড়েই আইসিইউ সঙ্কট আছে। ইতালি নিউইয়র্কের মতো দেশে বহু বয়স্ক মানুষকে আইসিইউ সেবা দিতে না পারার কারণে মৃত্যুবরণ করতে হয়েছে। তবে এভাবে রোগী ফেরত দেওয়া কখনোই সমর্থনযোগ্য নয়। যে সমস্ত প্রতিষ্ঠান এভাবে রোগী ফেরত দিচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। হয়তো তারা মনে করছেন সরকার তাকিয়ে আছেন, সরকার এটি ধর্তব্যের মধ্যে নিচ্ছে। সময়মত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শনিবার থেকে প্রশাসন মোবাইল কোর্ট শুরু করবে। প্রয়োজনে তাদের লাইসেন্সও বাতিল হবে বলে উল্লেখ করেন ড. হাছান মাহমুদ।