Home Second Lead অফডকে চার্জ বৃদ্ধি: বন্দরকে ক্ষোভের কথা জানাবে শিপিং এজেন্টরা

অফডকে চার্জ বৃদ্ধি: বন্দরকে ক্ষোভের কথা জানাবে শিপিং এজেন্টরা

শামসুল ইসলাম

চট্টগ্রাম: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বেসরকারি কন্টেইনার ডিপোগুলোর একতরফা চার্জ বৃদ্ধিতে ক্ষুব্ধ স্টেকহোল্ডাররা। বিষয়টিকে সরকার অনুমোদিত বেসরকারি আইসিডি/সিএফএস নীতিমালা ২০১৬-এর পরিপন্থী আখ্যায়িত করে অবিলম্বে বর্ধিত চার্জ আদায় বন্ধের অনুরোধ জানিয়ে বিকডাকে চিঠি দিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) নেতারাও সোমবার জরুরি বৈঠকে ট্যারিফ কমিটির সিদ্ধান্ত ছাড়া অফডকে চার্জ বৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বৈঠকে এ বিষয়ে আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

গত ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি কন্টেইনার ডিপোগুলো বিভিন্ন ধরনের চার্জ আরোপের ঘোষণা দেয়। গত ৮ নভেম্বর বিকডা সচিব স্বাক্ষরিত সার্কুলারে ৪ নভেম্বর থেকেই বাড়তি চার্জ কার্যকরের কথা জানানো হয় অফডকগুলোকে।

বিকডা সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে ব্যয়ের সমন্বয় করতে বিভিন্ন সেবা চার্জ ২৩ শতাংশ বাড়ানো হয়। এর মধ্যে রপ্তানি পণ্যবাহী ২০ ফুট কন্টেইনারের প্যাকেজ চার্জ ৪ হাজার ১৪০ থেকে বাড়িয়ে ৫ হাজার ৯২ টাকা করা হয়েছে। একইভাবে ৪০ ফুট কন্টেইনারের প্যাকেজ চার্জ ৫ হাজার ৫২০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬ হাজার ৭৯০ টাকা। আমদানি পণ্যবাহী কন্টেইনারের ক্ষেত্রে প্যাকেজ চার্জ ২০ ফুট কন্টেইনার ৭ হাজার ৯৩০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৯ হাজার ৭৫৪ টাকা। আর ৪০ ফুট কন্টেইনারে করা হয়েছে ৯ হাজার ১৫০ টাকার স্থলে ১১ হাজার ২৫৫ টাকা। কন্টেইনার ওঠা-নামার (লিফট অন/লিফট অফ) চার্জ কন্টেইনারপ্রতি ৩৪৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪২৫ টাকা। ভিজিএম চার্জ কন্টেইনার প্রতি ১ হাজার ১৫০ থেকে বাড়িয়ে ১ হাজার ৪১৫ টাকা করা হয়েছে।

বিকডা চেয়ারম্যান নুরুল কাইয়ুম খান বলেন, এটা কোনো চার্জ বৃদ্ধি নয়। ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বেসরকারি আইসিডিগুলোর অপারেশনাল ব্যয় বৃদ্ধি পুষিয়ে নিতে সংশ্লিষ্ট মাশুলগুলো ২৩ শতাংশ সমন্বয় করা হয়েছে। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইসিডির মাশুলের এ সমন্বয় অপরিহার্য। কারণ এই ব্যয় বৃদ্ধিকে ভর্তুকি হিসেবে নিজেদের তহবিল থেকে দিয়ে ব্যবসা করা বেসরকারি আইসিডিগুলোর পক্ষে সম্ভব নয়। অফডকগুলোতে আকস্মিক চার্জ বৃদ্ধিতে অসন্তোষ জানিয়ে এবং দ্রুত তা রহিত করার অনুরোধ জানিয়ে বিকডার কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ। সংগঠনটির প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চার্জ বৃদ্ধিতে দেশের সর্ববৃহৎ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়া একতরফা চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত যুক্তিসঙ্গত ও ব্যবসাবান্ধব নয়।

চিঠিতে বলা হয়, বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব কমেছে। এতে তৈরি পোশাক ক্রেতাদের পাঠানো রপ্তানি আদেশ রপ্তানিকারকরা বর্তমান ব্যবসায়িক খরচের ভিত্তিতে সম্পাদনের পরিকল্পনা করছেন। হঠাৎ বিকডার একতরফা বিভিন্ন চার্জ বৃদ্ধির ফলে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আদেশগুলো কার্যকর করা দুরূহ হয়ে পড়ে।

-দেশ রুপান্তর