বিজনেসটুডে২৪ প্রতিনিধি
* বাংলাদেশের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড উইন্ডিজদের
* টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়।
* ১৪৪ বছরের ইতিহাসে অভিষেকে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরির রেকর্ড মায়ার্সের।
চট্টগ্রাম: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সুবাস পেতে পেতেও পেল না বাংলাদেশ। আজ শেষ দিনে এসে অবিশ্বাস্যভাবে ৩ উইকেটে হেরে গেল টাইগাররা। বলা যায়, কাইল মায়ার্সের কাছেই হেরে বসল বাংলাদেশ।
এই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হয় কাইল মায়ার্সের। অভিষেক ম্যাচেই বাজিমাত করে দিলেন অতিমানবীয় এক ইনিংস খেলে। যে ইনিংস ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিল কিভাবে রানের পাহাড় তাড়া করে টেস্ট ম্যাচ জিততে হয়, বাংলাদেশকে বুঝিয়ে দিল সহজ জয় ভেবে গাছাড়া ভাবে খেললে সহজ জয়ও হারে পরিণত হয়।
জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের পাহাড়সমান লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মুমিনুল হকের বাংলাদেশ। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে গড়তে হতো দুটি মাইলফলক। মাইলফলকগুলো হলো, বাংলাদেশের মাটিতে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া ও টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে পঞ্চম সর্বোচ্চ রান তাড়া। কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে মাইলফলক দুটি অতি সহজেই অতিক্রম করে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।
চোটের কারণে মাঠে ছিলেন না সাবিক আল হাসান। হারের মুহুর্তে মাঠের বাইরে থাকা সাকিবের বিমর্ষ চেহারার দৃশ্যের মতো বিমর্ষ ছিল শেষ দিনের প্রথম দুই সেশনে বাংলাদেশের বোলিং। এই দুই সেশন ছিল উইকেটবিহীন। এসময় বাংলাদেশের ক্রিকেটারদের শারীরিক ভাষাতেই মনে হচ্ছিল হারতে যাচ্ছে বাংলাদেশ। হলোও তাই, দুই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো বাংলাদেশ।
মায়ার্সের সঙ্গে জশুয়া দা সিলভার ১৩০ বলে ১০০ রানের জুটিতে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। জশুয়া ৫৯ বলে ২০ রান করে তাইজুলের বলে বোল্ড হওয়ার পর মাঠে আসে কেমার রোচ। তখন জয়ের জন্য মাত্র ৩ রান দরকার ছিল উইন্ডিজদের। তবে কেমরা রোচকে রানের খাতা খোলার আগে বিদায় করা গেলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ।
এর আগে রান তাড়া করতে নেমে চতুর্থ উইকেটে ৪৪২ বলে ২১৬ রানের অবিশ্বাস্য জুটি গড়েন এই ম্যাচের দুই অভিষিক্ত কাইল মায়ার্স ও এনক্রুমা বোনার। চা-বিরতির পর ২৪৫ বলে ৮৬ রান করা এনক্রুমা বোনারকে এলবিডব্লিওর ফাঁদে ফেলেন তাইজুল। বোনারকে থামানো গেলেও থামানো গেলো না মায়ার্সকে। দাপটের সাথে খেলে যাওয়া মায়ার্স টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে অভিষেকে চতুর্থ ইনিংসে দ্বি–শতক তুলে নেওয়া প্রথম ব্যাটসম্যানের খেতাব ছিনিয়ে নিয়ে দলকে উপহার দেন এক অবিশ্বাস্য জয়।
বাংলাদেশের হয়ে ৩৫ ওভারে ১১৩ রান দিয়ে ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেন তিনি। তাইজুল ইসলাম ৪৫ ওভার বল করে ৯১ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া ৩৪ ওভারে ১০৪ রান দিয়ে ১ উইকেট নেন নাঈম এবং ১৩ ওভার বল করে ৭১ রানের বিনিময়ে কোন উইকেট তুলে নিতে পারেননি মোস্তাফিজুর রহমান। আগামী বৃহষ্পতিবার ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।