বিজনেসটুডে২৪ ডেস্ক:
গত দু’বছরে অভিষেক-ঐশ্বর্য জুটিকে নিয়ে বিতর্ক কম হয়নি। তাঁদের দাম্পত্য জীবন নিয়ে আলোচনার শেষ নেই। শোনা গিয়েছিল বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের। এর জন্য নানা কারণ সামনে আনা হয়েছিল।
কখনও বলা হয়েছিল, স্বামী-স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, কখনও বা শোনা গিয়েছিল সম্পত্তি নিয়ে বচসার জেরে বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে ঐশ্বর্যর। তবে এসব আলোচনাকে দূরে সরিয়ে মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিষেক এবং ঐশ্বর্যকে একসঙ্গে দেখা গিয়েছিল। সপরিবারে ঘুরতেও গিয়েছিলেন তাঁরা। আবারও একসঙ্গে ফ্রেমবন্দি হলেন অভিষেক-ঐশ্বর্য।
অভিষেকের পরনে ছিল আইভরি রংয়ের গলাবন্ধ আর ঐশ্বর্য পরেছিলেন একই রংয়ের আনারকলি। ইস্কনের মহারাজ হরিনাম দাসের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই তারকা দম্পতি। সেই ছবি পোস্ট করা হয়েছে হরিনাম দাসের ইনস্টাগ্রামে। বৃন্দাবন মন্দিরে যাওয়ার আমন্ত্রণও পেয়েছেন তাঁরা। দু’জনের সঙ্গে দেখা করে খুশি ইস্কনের মহারাজও।তারকা দম্পতিকে