Home আন্তর্জাতিক অমর একুশে পালনে ব্যাপক প্রস্তুতি আরিজোনা স্টেটে

অমর একুশে পালনে ব্যাপক প্রস্তুতি আরিজোনা স্টেটে

৩৯ জনের সমন্বয়ে এবারের একুশে উদযাপন কমিটি

শনিবার শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজনেসটুডে২৪ ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেট গভর্ণর ডগলাস ডুসি সারা স্টেটে দিবসটি যথাযথভাবে উদযাপনের ঘোষণা দিয়েছেন।

স্টেটের সর্ববৃহৎ ফিনিক্স সিটির মেয়র কেট গায়েগোরও একই ঘোষণায় বহুজাতিক সমাজের প্রতিটি সদস্যকে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের আহ্বান জানিয়েছেন। এছাড়া, আরিজোনা স্টেট হাউজ এবং আরো কয়েকটি সিটির পক্ষ থেকেও দিবসটি উদযাপনে আনুষ্ঠানিক আহ্বান এসেছে।

যুক্তরাষ্ট্রের পঞ্চম বৃহত্তম এই ফিনিক্স সিটিতে ৫ সহস্রাধিক প্রবাসী বাস করলেও বাঙালি সংস্কৃতির সাথে সকলেই নিবিড়ভাবে জড়িয়ে রয়েছেন বহু বছর থেকে। তাদের সন্তানরাও অংশ নিচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। এই ধারাবাহিকতায় মূলধারায়ও কদর বাড়ছে প্রবাসীদের।

ফিনিক্সে বিবাদ-বিভক্তি নেই। নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিনিক্স’ (বাপ) নামের একটি মাত্র সংগঠন এক বৃত্তে ধরে রেখেছে পুরো কমিউনিটিকে।

এলাকার সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী ৩৯ জনের সমন্বয়ে এবারের একুশে উদযাপন কমিটির আহ্বয়ক মাহবুব রেজা রহিম জানান, অতীতের সবকিছুকে ছাপিয়ে যাবে স্টেট প্রশাসন থেকে প্রক্লেমেশন পাওয়ায়। ব্যাপক প্রস্তুতি চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফিনিক্সের কর্মসূচি ঘিরে।

সাপ্তাহিক ছুটির দিন শনিবার ১৯ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে সন্ধ্যা ৮টা নাগাদ শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন এবং মাতৃভাষা দিবসের আলোকে সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ৩৩১ এস কুপার রোডে অবস্থিত ‘ফার্স্ট ইউনাইটেড মেথডিস্ট চার্চ অব গিলবার্ট’ এ। সেখানে বাঙালি সংস্কৃতির পরিপূরক খাদ্য ও পণ্যের স্টলও থাকবে বলে জানান ফোবানার সাবেক চেয়ারম্যান মাহবুব রেজা রহিম।

তিনি উল্লেখ করেন, সিনেটর এবং প্রেসিডেন্ট পদে নির্বাচনকারী রিপাবলিকান নেতা জন ম্যাককেইন বেঁচে থাকতে অর্থাৎ ২০১৬ সালে আমাদের ভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলিতে এসেছিলেন। সেই স্মৃতি সকলকে তাড়িত করে শহীদ দিবসের কর্মসূচি এলেই। বহু বছর পর এবারও স্টেট গভর্ণর, সিনেটর-কংগ্রেসম্যানরা সশরীরে আসতে না পারলেও ভার্চুয়ালে বক্তব্য দেবেন বলে আশা করছি।  এবারের কর্মসূচিতে প্রবাস প্রজন্মের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।