Home Second Lead আইপিএল সম্প্রচার স্বত্ত্ব নিয়ে ৫০ হাজার কোটি টাকার লড়াই

আইপিএল সম্প্রচার স্বত্ত্ব নিয়ে ৫০ হাজার কোটি টাকার লড়াই

বিজনেসটুডে২৪ ডেস্ক

আন্তর্জাতিক সংবাদ সংস্থার এক খবরে বলা হয়েছে যে আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্ত্ব কেনা নিয়ে লড়াই হতে পারে ৫০ হাজার কোটি টাকার। আর সবটাই পাবে বিসিসিআই, তারা একসঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে চায়। কারণ স্বল্পমেয়াদী চুক্তিতে দেখা যায় নানা রকমের সমস্যা।

খবরে আরও বলা হয়, দু’মাসের ক্রিকেট লিগের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্বের জন্য ঝাঁপাতে পারে অ্যামাজন, রিলায়েন্স, সোনি ইন্ডিয়া এবং ওয়াল্ট ডিজনি। ৫০,০০০ কোটি টাকায় পাঁচ বছরের স্বত্ব বিক্রি হতে পারে। সেই টাকায় স্বত্ব বিক্রি হলে সেটা সর্বকালীন রেকর্ড হবে।

গত মরশুমের প্রথম ভাগে আইপিএলের টিভিতে দর্শক সংখ্যা ৩৫০ মিলিয়ন ছুঁয়ে ফেলেছিল। এও বলা হচ্ছে, আড়াইশো কোটি সমর্থক ক্রিকেট দেখেন। আইপিএল হল সুপার বোলের মতো জনপ্রিয়। আপাতত স্টারের হাতে আইপিএলের স্বত্ব আছে।

২০১৭ সালে আইপিএলের টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচার স্বত্ব কিনেছিল স্টার ইন্ডিয়া। পাঁচ বছরের জন্য ১৬,৩৪৮ কোটি টাকায় সেই স্বত্ব বিক্রি হয়েছিল। সেইসময়ও রিলায়েন্স ও অ্যামাজন কিনতে চেয়েছিল, সেটি পারেননি, এবার তারা কিছুতেই ছাড়বে না। টাকার থলি নিয়ে বসে রয়েছে। তারা ১.৬ মিলিয়ন ডলার অর্থ আগেই বোর্ডকে দিয়ে দিতে চায়। তারপর লড়াইয়ের কথা।

এর মধ্যেই স্প্যানিশ লিগের স্বত্ত্ব কিনেছে রিলায়েন্স। জিওর ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি আইপিএলের দায়িত্ব নেওয়ার জন্য। সম্প্রতি ক্রিকেট ম্যাচের লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

এবার মার্কিন ও ভারতীয় কোম্পানির মধ্যে লড়াই চলছে কারা আইপিএলের মতো সোনার হাঁসের দায়িত্ব পেতে পারে।