খুব শিগগির প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক আকাশ ইকবাল-এর গবেষণামূলক নতুন বই ‘দ্য গ্রেট ইসলামাবাদী’। বহুমাত্রিক কিংবদন্তি মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী’র জীবন ও কর্মের উপর দীর্ঘ চার বছর গবেষণা কর্মের ফল ‘দ্য গ্রেট ইসলামাবাদী’। মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী মূলত একজন ধর্ম প্রচারক ও স্বাধীনতা সংগ্রামী হলেও তিনি ছিলেন একাধারে লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজ সংস্কারক ও সংগঠক।
‘দ্য গ্রেট ইসলামাবাদী’ বইয়ে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ করেছেন তার বিস্তারিত আলোচনা এবং বিশ্লেষণ।
আকাশ ইকবাল বলেন, ‘মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে নিয়ে ইতোমধ্যে অনেক বই প্রকাশ হয়েছে, পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, হচ্ছে। আমি বলবো না, এটাই মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে নিয়ে লেখা শ্রেষ্ঠ বই, কিন্তু বলতে পারি এটাই অন্যতম। বইটিতে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী সম্পর্কে এমন সব তথ্য আছে যা ৯৯.৯৯ ভাগ মানুষেরই অজানা। এজন্যই বইটি অন্যতম।’
বইটি প্রকাশ করছে তৃতীয় চোখ প্রকাশনী। প্রকাশক কবি ও সম্পাদক আলী প্রয়াস। মোট পৃষ্ঠা সংখ্যা ২৫০। মুদ্রিত মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ভূমিকা লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সনে। বইটি রকমারিতে প্রি অর্ডার চলছে।
উল্লেখ্য, ২০২০ সালে অমর একুশে গ্রন্থমেলায় মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে নিয়ে প্রথম বই ‘বহুমাত্রিক কিংবদন্তি মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী’ প্রকাশিত হয়। মূলত বইটি ছোটদের (স্কুল, কলেজ শিক্ষার্থীদের) উদ্দেশ্যে ছিল। ৪ ফর্মা অর্থাৎ ৬৪টি পৃষ্ঠার বইটিতে ইসলামাবাদীর জীবন ও কর্ম সংক্ষেপে আলোচনা করেছিলাম। বইটি অন্যান্য লেখকদের বইয়ের তুলনায় বেশি তথ্যবহুল হওয়ায় ব্যাপক আলোচনা ও বিক্রয় হয়।-সংবাদ বিজ্ঞপ্তি