Home Second Lead আসছে ৪০ লাখ রুশ ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’

আসছে ৪০ লাখ রুশ ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আগামী মে মাসের মধ্যে দেশে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ এর ৪০ লাখ ডোজ টিকা আসছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানাগেছে ।

এর আগে ওই দিন স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি বাংলাদেশে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ‘স্পুটনিক ফাইভ’ জরুরি ব্যবহারে অনুমোদন দেয়।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় এই টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন আর রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে আইনি কোনো বাধা নেই।

গত বছরের ১১ আগস্ট রাশিয়া উদ্ভাবিত করোনার টিকা স্পুটনিক ভি’র অনুমোদন দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার গামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তৈরি স্পুটনিক ভি নামের এই টিকাটি গত ৮ সেপ্টেম্বর সে দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়।

বিশ্বের ৬০টি দেশ এ পর্যন্ত জরুরি প্রয়োজনে এ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। করোনার বিরুদ্ধে স্পুটনিক ভি এর কার্যকারিতা ৯৫ শতাংশ বলে জানিয়েছে গামালিয়া।