আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সশস্ত্র সংগ্রামের পর ১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। তবে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে প্রাণ হারায় ৩০ লাখ মানুষ। সম্ভ্রম হারায় দুই লাখ মা-বোন। এ দিনটি বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ করার দিন। যথাযথ মর্যাদায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বিজয়ের ৪৯তম বার্ষিকী উদযাপন করছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এক বাণীতে মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখার, দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক বাণীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশ, গণতন্ত্র ও সরকারবিরোধী যে কোন ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
-বিজনেসটুডে২৪ ডেস্ক