বিজনেসটু২ে৪ প্রতিনিধি, বগুড়া: ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মাহত্যা করেছে কলেজ শিক্ষার্থী এক প্রেমিকা। সোমবার বিকেল ৫টার দিকে শাহজাহানপুরের বৃকুষ্টিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঐ শিক্ষার্থীর নাম রিফাত জাহান বৃষ্টি (১৮)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বৃষ্টি বৃকুষ্টিয়া পশ্চিমপাড়া গ্রামের কৃষক আরিফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী চোপিনগর ননীপাড়া গ্রামের বাসিন্দা আল আমিনের (৩১) সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বৃষ্টির। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না তিনি। গত ৯ ডিসেম্বর থেকে কয়েক দিন বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে অনশন করেন বৃষ্টি। সেখান থেকে বুঝিয়ে বৃষ্টিকে মা-বাবার কাছে ফেরত পাঠান প্রেমিকের বাবাসহ আত্মীয়রা। গত ১০ ডিসেম্বর আল আমিন এবং তাঁর বাবা মহসিন আলী বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসেননি।
এরপর কয়েকবার আল আমিনকে বিয়ের জন্য চেষ্টা করেন বৃষ্টি। ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। প্রতিবেশীরা আরও বলেন, শুধু বৃষ্টিই না। এর আগেও কয়েকটি মেয়ের সঙ্গে আল আমিন প্রেমের সম্পর্ক করে প্রতারণা করেন। প্রেম করে আর বিয়ে করেননি। আল আমিনের আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত রহস্য এখনো জানা সম্ভব হয় নাই। তদন্ত চলছে।